প্রত্যাশার বৈশাখ
প্রত্যাশার বৈশাখ
[মোহাম্মদ জহির উদ্দিন স্কুল নং ২৩৯০; ব্যাচ ১৯৮৫]
নতুন পোশাক নতুন সাঁজ মাথায় পরে ফুলের তাজ,
প্রাণের মেলার পুতুল নাচ নতুন বছর শুরু আজ।
বসন্ত বিদীর্ণ করে নব আশার আলো নিয়ে বৈশাখের আগমন,
পুরানোকে মুছে ফেলে তাকাও নব সূর্যের দিকে এগিয়ে যাও আগুয়ান।
চৈত্রের খরতাপে বিদায় নিল বসন্তের স্মৃতিবিজড়িত পাতা,
বৈশাখের আগমনে ধূয়ে যাক মুছে যাক জীবনের সব মলিনতা।
ফুলেল বসন্ত মৌমাছির গুন্জন আর কোকিলের কুহুতান শেষে,
সূর্য আবার আবির ছড়ায় জেগে উঠে হেসে।
ফেলে আসা বছরের হর্ষ বিষাদ সফলতার যত মুখরিত কথা,
হয়ে থাক চলার পথের পাথেয় হৃদয়ে সযতনে থাক গাঁথা।
যত ব্যাথা যত হতাশা সমাজের যত অসংগতি,
জরা- জীর্ণ- ব্যাধি- ক্লেশ হয়ে যাক চিরতরে ইতি।
নব উদ্যমে লিখবো মোরা বৈশাখী হাল খাতা,
সাফল্যে ভরে উঠুক নতুন বছরের প্রতিটি পাতা ।।