আমার আশঁসন
আমার আশঁসন
[মোহাম্মদ জহির উদ্দিন স্কুল নং ২৩৯০; ব্যাচ ১৯৮৫]
রাষ্ট্র তোমার বুকে চলছে এ কোন খেলা?
নুপুংশুক কেন ঘুরে বেড়ায় অবলীলা?
প্রেম ভালোবাসার নামে চলছে ধর্ষণ পর্ব।
বিত্তবান পুরুষের তাতেই কেন এত গর্ব?
রাষ্ট্র কেড়ে নাও এসব কাপুরূষের যৌনতা আমাকে ভাবিয়ে তোলে তোমার মৌনতা।
চতুর প্রেমিককে পুরুষ ভাবতে মানা ধিক্কার জানাবার ভাষা নেই আমার জানা।
সর্পের বিষ ঢেলে দাও ছলনার সারা দেহে বন্ধন ছিন্ন হবে যত ব্যাভিচারীর সাথে।
রাষ্ট্র তোমার বুকে চলছে এ কোন প্রহসণ?
হলুদ সাংবাদিকতার কেন নির্লজ্জ আগ্রাসণ?
ভেংগে দাও গুড়িয়ে দাও যত বদণ্যতা, নিপাত যাক দূর হোক মনের সংকীর্ণতা।
রাষ্ট্র তোমার বুকে কেন গুমহত্যা অত্যাচার বুদ্ধিজীবী একচোখা সদাই কেন নির্বিকার?
সমালোচনার নামে চলছে কেন মিথ্যাচার?
দূর হোক এদের যত মূর্খতা আর অনাচার।
রাষ্ট্র তোমার বুকে চলছে এ কোন শিক্ষা ব্যবস্থা?
জিপিএ ৫ শিক্ষার্থীর এ কেমন হাল অবস্থা।
শিক্ষাই জাতির মেরুদণ্ড,শিক্ষাই জাতির প্রাণ
শিক্ষাণীতির পরিবর্তন করে বাঁচাও এর মান।
রাষ্ট্র ভালোবেসে তুমি, করে নাও যত আইন
গড়ে নিও উন্নত জাতি আর সুশিক্ষিত সন্তান।
উন্নয়নের জোয়ারে শুদ্ধ জাতি হেসে উঠুক
স্বগৌরবে সমস্বরে বলে উঠুক – সকল চতুর প্রেম নিপাত যাক,
সকল নির্লজ্জতা নিপাত যাক,
সকল মূর্খতা নিপাত যাক,
সকল অনাচার নিপাত যাক।