Help MAMUN, Save a Smile
আল- মামুন
নৃবিজ্ঞান ৩৮ তম আবর্তন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ।
ছেলেটির জীবন ছিল এমন যা করত সে সেটা মনের আনন্দে করত। কখনই আনন্দের বাইরে কিছু করত না। তাইতো সেনাবাহিনী তে কমিশন্ড অফিসার হিসেবে জয়েন করার সুযোগ পেয়েও সেটা ছেড়ে পড়তে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। কিন্তু সেখানেও নম্বর তোলার চেয়ে মনের অানন্দে পড়াশুনা করাটায় ছিল তার লক্ষ্য। তাই ব্যাচের শেষের দিকের ছাত্র সে।
কিন্তু মনের আনন্দেই সে মেনে নেয় সেটা এবং এই রেজাল্ট নিয়েই সে IELTS এর জন্য প্রস্তুতি শুরু করে এবং ৭.৫ পেয়ে তৃপ্ত না হতে পেরেই সে প্রস্তুতি নিতে থাকে GRE এর জন্য।
ফরিদপুরের মাটিতে বেড়ে ওঠা সেই দুরন্ত ছেলেটি যার শিক্ষাজীবন এর প্রথমভাগ আর কৈশর কেটেছে রেসিডেন্সিয়ালের প্রান্তরে যে কিনা ছিলো তার সমসাময়িক রেসিডেন্সিয়ালদের প্রিয় মুখ।
সে কি আজ তার স্বপ্ন হ্যা জি আর ই দেয়ার স্বপ্ন কে অধরা রেখে দিবে। আমরা রেসিডেন্সিয়াল এবং জাহাংগীরনগর এর বন্ধুরা কি পারি না তার স্বপ্নের অংশীদার হতে। আমরা জানি যে আমরা পারি এবং আমরা তা করবো। মামুন এবং তার পরিবারও সেই বিশ্বাস বুকে ধারন করে তাই তো মামুন হাসপাতালের বিছানায় শুয়ে শরীরে প্লাটিলেট নামক রক্ত কনিকা নেয় আর মুখে লেগে থাকে অমলীন হাসি।
তাই তো খালাম্মা বলেন আমি আমার মামুন কে তোমাদের হাতে ছেড়ে দিয়েছি আমি জানি আমার মামুন ফিরে আসবে তোমাদের সাথে কাধে হাত রেখে হাসতে হাসতে।
আমরা ফিরিয়ে আনবোই খালাম্মার নাড়িছেঁড়া ধন আমাদের প্রিয় মামুন কে।
আমরা জানি এই টাকা কোনো টাকা না মামুনের হাঁসির কাছে তার স্বপ্নের কাছে।
মামুনের সাথে আমরাও স্বপ্ন বুনে যাই আর খুজে বেড়াই স্বপ্নের সহযোদ্ধাদের।
কিন্তু এখানে এসেই তার জীবন এখন সব আনন্দ বঞ্চিত হতে চলছে ব্লাড ক্যান্সারের জন্য। তবুও সব সময় হাসপাতালেরর বিছানায় হাসি মুখে শুয়ে থাকে সে। কিন্তু আমরা বুঝতেছি এই হাসি বেশিদিন থাকবে না।
এই হাসি আমরা হারিয়ে যেতে দিতে চাইনা। মামুন কে ভারতে নিয়ে চিকিৎসা করাতে প্রায় ৪০ লক্ষ টাকা লাগবে।
আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ এখন এই টাকার জোগাড় করা। আর সেটা আপনার আমার সবার ছোট ছোট কন্ট্রিবিউশন থেকেই হয়তবা আসবে। সবার কাছে আকুল আবেদন এই সুন্দর হাসিটি ফেরত দিতে আপনার এবারের ঈদে নাহয় একটা অংশ আমাদের এই বন্ধুর জন্য বরাদ্দ করুন।
আমাদের এই লড়ায়ে আমাদের হাতে হাত রেখে আমাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস দিন।
Savings accounts,
A/C name: Al Mamun. NO. 1261510072166 Dutch-Bangla Bank Ltd.
Elephant Road Branch Dhaka
Bkash no. 01717769877.
Mustafizur Rahman ( মামুনের মামা)
যারা বাইরে থেকে অর্থ প্রেরণ করতে চান
Swift- DBBLBDDH
Al Mamun
A/C no. 1261510072166
Dutch Bangla Bank Ltd.
Elephant Road Branch
Dhaka