রেমিয়ান মাহফুজুর রহমান এর পাশে ORWA
গত ১ এপ্রিল ২০১৬, বাস একসিডেন্টে আহত রেমিয়ান মাহফুজুর রহমান (কলেজ নংঃ ৮৫৩৬ ,SSC,/HSC – 10/12) এর বাবা হযরত আলী আহমেদ এর হাতে ২৯মে ২০১৬ তারিখে Old Remians Welfare Association – ORWA এর পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন ORWA-এর সহসভাপতি রেমিয়ান এ কে এম জামান। আমরা তার অতিদ্রুত সুস্থতা কামনা করছি ।
পুনশ্চ :
দুঃখের সাথে জানাচ্ছি রেমিয়ান মাহফুজুর রহমান কলেজ নাম্বার :৮৫৩৬ এস এস সি:২০১০ গত শুক্রবার ভয়াবহ এক সড়ক দূরঘটনাই আঘাতপ্রাপ্ত হয়ছে এবং এখন তার অবস্থা খুব একটা ভালনা এবং সে অনেক কস্ট পাচ্ছে….
আমি একজন রেমিয়ান এবং ওর বন্ধু হিসেবে আপনাদের সবার কাছে ওর শারীরিক অবস্থার
উন্নতির জন্ন এবং ওর বাবা /মা কে ধৈর্য্য ধারনের জন্নে সবার কাছে দুআ কামনা করছি।আর ধন্নবাদ জানাচ্ছি শাহেদ কামাল (সাদ) ভাই(asst.gs ORWA), শ্রাবণ সাঞ্জিদ ভাই (cultural secretary, ORWA), সাজিব ভাই( organizing secretary,ORWA), আশফাক ভাই(asst.organizing secretary ORWA) এবং নাকিব জামান ভাই(office secretary ORWA) উনারা যে আসছেন মাহফুজ কে দেখতে।