+8801752613044

officeadmin@remians.com.bd

Follow Us:

রেমিয়ানস অস্ট্রেলিয়া তার বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ ২০২২

ওরা ভোলে না, ভুলতে দেয়ও না! এ পৃথিবীর বুকে সবচেয়ে দুস্প্রাপ্য ধনটি – ‘নিঃস্বার্থ এবং নিঃশর্ত ভালোবাসা’ – ওদের হৃদয়ে মজুদ আছে পর্যাপ্ত পরিমানে। ওদের পরিচয় – ওরা “রেমিয়ান্স”।

ঘর ছেড়ে এসে ওরা যেন কোন শুন্যতা অনুভব না করে, সেজন্য তৎপর থাকতাম আমরা, শিক্ষকরা। কার কোন বিষয়ে দক্ষতা, কী ব্যপারে আগ্রহ – এসব খুঁজে বের করে সে অনুযায়ী ওদেরকে ব্যপৃত রাখাই ছিল আমাদের কাজ। লেখাপড়া? সেটি ছিল ঐ বিপুল আয়োজনের automatic by-product! বই থেকে যতখানি শিখতো ওরা, জীবন থেকে শিখতো তার চেয়ে অনেক বেশী।
বিপুল কর্মজজ্ঞ এবং জীবনের সৃষ্টিশীল অথচ সুশৃঙ্খল একটি কর্মমুখর অধ্যায় শেষ করে উচ্চতর শিক্ষার জন্য অন্য কোন প্রতিষ্ঠানে যোগ দেয় তারা। তারপর উচ্চশিক্ষা শেষ করে ব্যতিক্রমরহিতভাবে নিজের পায়ে দাঁড়িয়ে যায়, যার যার কর্মবৃত্তে প্রকৃত অর্থে সফল হয়ে ওঠে। সে সফলতা অর্থ-বিত্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রাণপ্রাচুর্য ও হৃদয়বৃত্তিতে ভরপুর।

এবার অস্ট্রেলিয়া সফর করলাম পুরো একটি মাস ধরে। Remians Australia Grand Reunion এবং “হৃদয়ে নজরুল” উপলক্ষ্যে। যা দেখলাম এবং উপলব্ধি করলাম তা এক কথায় অবিশ্বাস্য! আমাদের, অর্থাৎ শিক্ষকদের জন্য কী বিপুল ভালোবাসা ওদের মনে জমা থাকে তা বলে বোঝানো সম্ভব নয়!
আমার সন্তানসম ছাত্ররা, আমার বউমারা, অর্থাৎ তাদের জীবনসঙ্গিনীরা এবং আমার নাতি-নাতনিরা – সবাই মিলে একটা মাস এমনভাবে আমার ভুবন ভরিয়ে রেখেছিলো যে দেশে ফিরে আসার আনন্দের চেয়ে ওদের সাথে বিয়োগের বেদনাই মনটাকে আচ্ছন্ন করে রেখেছে বেশী করে।

পূর্ণ যৌবনে যোগ দিয়েছিলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। অপরূপ নিসর্গ, অনেকগুলো খেলার মাঠ, স্বপ্নিল সেই বটতলা এবং বিপুল প্রণালীসম্মত আয়োজন আমাকে মায়ার ডোরে এমনভাবে বেঁধে ফেলেছিল যে সরকারি চাকুরির প্রলোভন অনায়াসে প্রত্যাখ্যান করেছিলাম। আজ এই জীবন সায়াহ্নে এসে উপলব্ধি করি আমার হৃদয়ের আদেশে গৃহিত সিদ্ধান্তটি ভুল ছিল না এতটুকুনও। ওরাই প্রমাণ করে দিল কতটা সঠিক ছিল আমার সেই সিদ্ধান্তটি।

আমি কাজী নজরুল ইসলামকে যৌক্তিক কারণেই গভীরভাবে ভালোবাসি। এ বিষয়টি মাথায় রেখেই ওরা আমাকে উপহার দিল তাঁরই জীবন ও সৃষ্টি নিয়ে অপূর্ব এক নজরুল সন্ধ্যা – “হৃদয়ে নজরুল”। ভাবা যায়!? সিডনিতে একেবারে State of the Art একটি Art Centre ভাড়া করে নজরুলের ওপর Composite Show আয়োজন করলো। আমি জানি না এমন গুরুদক্ষিণা আর কোন শিক্ষক কখনো পেয়েছেন কি না! আমি মুগ্ধ, ধন্য ও কৃতজ্ঞ।

এছাড়া আমাকে প্রধান অতিথি করে REMIANS Grand Reunion তো ছিলই! দুটি সন্ধ্যাতেই এমন এক অপার্থিব প্রেম আমাদেরকে ঘিরে রেখেছিল যে তা অনন্তের অংশ হয়ে গেছে। এ দুটি আয়োজনে কর্ণধারের ভূমিকায় ছিল সব্যসাচী রেমিয়ান্স সালেহ আহমেদ জামী, ফয়সাল হোসেইন এবং আবু বক্কর সিদ্দিকসহ একদল চৌকস রেমিয়ানস। সকলেই তাদের সাধ্যের সবটুকু উজাড় করে দিয়েছিল অনুষ্ঠান দুটি এবং আমার অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ সফল করে তুলতে।

বিশাল দুটি আয়োজনে Remians Australia ‘র সদস্য ছাড়াও জন্মভূমি বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে এসে উপস্থিত হয়েছিল রেমিয়ানবৃন্দ। যারা আসতে পারে নি তারাও আত্মিকভাবে আমাদের সঙ্গেই ছিল। অনেকেই আবার সহায়ক শক্তি হয়ে উঠেছিল বিভিন্নভাবে। এ প্রসঙ্গে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই সাইদ হাসান, ইশতিয়াক আইয়ুব, মজিবুল ইসলাম পান্না, জাকির হোসেন এবং মঞ্জুর আহমেদ এর নাম।

পরিশেষে আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষক-শিক্ষিকার উদ্দেশ্যে বলব – আমাদের দেওয়া শিক্ষা ও ভালোবাসা বৃথা যায়নি। একটি উন্নত দেশের নাগরিক হয়েও ওরা বায়ান্ন একরের প্রতিটি বিন্দুকে মনে রেখেছে, মনে রেখেছে এ মহান প্রতিষ্ঠানের সকল শিক্ষা এবং এর সাথে বিজড়িত অসংখ্য স্মৃতি।
আমার দৃঢ় বিশ্বাস, সারা বিশ্বের রেমিয়ানরা যদি একতাবদ্ধ হয়ে কাজ করতে পারে, তবে তারা এ ঘুণে ধরা পৃথিবীকে পরিবর্তন করতে পারবে, সক্ষম হবে মঙ্গলময়, নতুন এক পৃথিবী বিনির্মানে ।

কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে ১২ নভেম্বর অনুষ্ঠিত Composite Show টির বিষয়ে শিগগিরই লেখার ইচ্ছে আছে।

 

Contact Info

Emergency